আমার এক হাতে আগুন আরেক হাতে জল,
হাত দুটো যদি দুপাশে নিয়ে রাখি
তবে তার মধ্যের ফাঁরাক অংশ অনেক হয়ে যায়।
আমি সেখানে স্বাধীনতা রেখেছি,
বহু যতনে মুড়ির মোড়া, চিড়ার মোড়া খাওয়ায়ে ঘুম পাড়ায়ে রেখেছি।
ও শুধূ খেতে চায়, খাই খাই করে।
এতো খাবার পাই কোথায় ?
ও কি রসগোল্লা সন্দেশ চমচম সাথে করে নিয়ে এসেছে ?
কই আমার হাতে তো দিল না।
লুকিয়ে লুকিয়ে খাচ্ছে বুঝি ?
দেখিতো এখন কি করে ?
হায় আল্লাহ্ ! কে যেন আমার দু হাতই ভেঙে দিয়েছে।
এমন কাজ কে করলো ?
মানুষ ছাড়া কেউ নয়।
নিজেরা কি নিজেদেরকে মারতে পারে ?
স্বাধীনতা আমাদের সবার মাঝে রক্ত সত্তা
আমরা কি তা ভূলে যাচ্ছি কিংবা মুছে ফেলছি ?
হাত দুটো যদি দুপাশে নিয়ে রাখি
তবে তার মধ্যের ফাঁরাক অংশ অনেক হয়ে যায়।
আমি সেখানে স্বাধীনতা রেখেছি,
বহু যতনে মুড়ির মোড়া, চিড়ার মোড়া খাওয়ায়ে ঘুম পাড়ায়ে রেখেছি।
ও শুধূ খেতে চায়, খাই খাই করে।
এতো খাবার পাই কোথায় ?
ও কি রসগোল্লা সন্দেশ চমচম সাথে করে নিয়ে এসেছে ?
কই আমার হাতে তো দিল না।
লুকিয়ে লুকিয়ে খাচ্ছে বুঝি ?
দেখিতো এখন কি করে ?
হায় আল্লাহ্ ! কে যেন আমার দু হাতই ভেঙে দিয়েছে।
এমন কাজ কে করলো ?
মানুষ ছাড়া কেউ নয়।
নিজেরা কি নিজেদেরকে মারতে পারে ?
স্বাধীনতা আমাদের সবার মাঝে রক্ত সত্তা
আমরা কি তা ভূলে যাচ্ছি কিংবা মুছে ফেলছি ?
একটি মন্তব্য পোস্ট করুন