স্বাধীনতাকে আমি দেখেছি...
শীতের সকালে কুয়াশার সাদা চাদরে
পৃথিবীর বুকে একাকারে
গরম কাপড়ের ভাঁজে ভাঁজে
মুখ থেকে বের হওয়া ভাপে
কাথার ভিতরে লুকিয়ে থাকা আরামে।
স্বাধীনতাকে আমি দেখেছি...
বক পক্ষির লম্বা লম্বা ঠোঁটে
সম্মুখ দিকে মেলে উড়ে চলা
দল বেঁধে হাজারো কক কক শব্দে,
গন্তব্য যাত্রায় ঝগড়াহীন
শৃংখল নমুনায়।
স্বাধীনতাকে আমি দেখেছি...
বাতাসের মাঝে বাতাস খেলে
নারীর মাথার চুল উড়াউড়ি করে
গিয়ে পড়ে জমিনের বুকে লুকিয়ে
থাকা সাত আসমান শান্তির ইশারায়
বেঁচে থাকার আশায়।
স্বাধীনতাকে আমি দেখেছি...
নর নারীর একত্র ঠোঁটের রসে
ঝাঁঝালো তৃপ্তির অসীম বাঁধনে
লেগে থাকা অবিচ্ছেদ অংশে
সার্থক জন্ম নেওয়ার কথা জানার
জন্যে হুমড়ি খেয়ে পড়ায়।
০৫-১২-২০১১
একটি মন্তব্য পোস্ট করুন