পরদেশী । Pordeshi । The Foreigner । বাংলা কবিতা

কবি ও কবিতা

আমি ঘুমিয়ে থাকি এই আঙ্গিনার পথ ধরে,
আপনজন ছাড়া আবেশে।
এখানের পাথরেরা আমার সাথে কথা বলে না,
বালির স'পগুলো আমার সাথে খেলায় মজে না,
এখানের কালো মানুষগুলোর মনটাই কালো ?
কিন্তু আমি তো আপন হয়ে মিশতে চাই,
আত্মার দামে আত্মা ধরতে চাই।
ওরা বড় বড় চোখ বের করে আমার দিকে তাঁকায়
দাঁত বের করে হাসতে থাকে।
কখনও আমার মুখের কাছে এসে থূঁ থূঁ দিয়ে যায়,
আমি আমার ছোট ভাইয়ের থূঁ থূঁ ভেবে রাগ করি না,
ছোট বেলায় সে আমার সাথে কত অমন করেছে।
হঠাৎ করেই তাদের একজন এসে আমার গায়ে চিমটি কেটে-
 ধাক্কা দিয়ে ফেলে দেয়,
আমি এর কোন অর্থ বুঝিনা।
তবুও ভালোভাবে তাদেরকে আপন করে নিতে চাই,
ভাবি, যে আপনজনের কাছে আমি নেই, তোমরা তো সেই আপনজন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget