স্মৃতি কথন । Sriti Kothon । Memorial Speech । বাংলা কবিতা
আজ আমার মন ভালো নেই,
দখিনের বাতাস থেমে গেছে,
যতদূর এই চোখদ্বয় যাচ্ছে,
যতদূর এই চোখদ্বয় যাচ্ছে,
মনে হচ্ছে সকল অস্বপ্নেরা আমার পানে দৌড়ে আসছে
জানালা বেয়ে প্রেমের বেলা, হাত মেলানো সময়, সব পিঙ্গল হয়ে গেছে
কোথাও কোন রুপ নেই, সকলই কেবল ধূয়া আর ধূয়া।
এই তো ক’দিন আগের কথা, নিজের লেখা কবিতাগুলো কত মধুর মনে হতো,
অবিরাম শুধু লিখেই যেতাম ।
যাকে দেখাতাম সেই বলতো চালিয়ে যাও, সোনার পালঙ্কের দেখা পেয়ে যাবে।
আমি বলতাম, ওর জন্য তো কবিরা কবিতা লেখে না, মন চায় লেখে,
আপনি শিক্ষিত লোক, লেখেন না একটা ভালো কবিতা।
জানালা বেয়ে প্রেমের বেলা, হাত মেলানো সময়, সব পিঙ্গল হয়ে গেছে
কোথাও কোন রুপ নেই, সকলই কেবল ধূয়া আর ধূয়া।
এই তো ক’দিন আগের কথা, নিজের লেখা কবিতাগুলো কত মধুর মনে হতো,
অবিরাম শুধু লিখেই যেতাম ।
যাকে দেখাতাম সেই বলতো চালিয়ে যাও, সোনার পালঙ্কের দেখা পেয়ে যাবে।
আমি বলতাম, ওর জন্য তো কবিরা কবিতা লেখে না, মন চায় লেখে,
আপনি শিক্ষিত লোক, লেখেন না একটা ভালো কবিতা।
পেতেও পারেন নোবেল সম্মান।
দু-হাত আমার জানালার রেলিং ধরে আছে,
কি যেন নেই, কি নেই ?
টেবিলের কাছে গিয়ে দেখি, সকালে লেখা কবিতাটা সেখানেই পড়ে আছে,
কেউ নেয় নি কিংবা ছিঁড়ে ফেলে নি।
দু-হাত আমার জানালার রেলিং ধরে আছে,
কি যেন নেই, কি নেই ?
টেবিলের কাছে গিয়ে দেখি, সকালে লেখা কবিতাটা সেখানেই পড়ে আছে,
কেউ নেয় নি কিংবা ছিঁড়ে ফেলে নি।
কে ছিঁড়বে ! আমি লিখেছি আমারি ছিঁড়ে ফেলা উচিত।
০৫-০১-২০১২
০৫-০১-২০১২