কেহ নেই মোর ।। Keho Nei Mor ।। Nobody is There।। বাংলা কবিতা ।। Bangla Poem
যাহার আছে কেহ, যদিও নেই নিজে-
তবু তার সবই আছে সহযোগি দ্বার খোঁলে,
আমার আছে ধন, কিন্তু
ব্যবহার করার সামর্থ নেই,
তাইতো আজ আমি অপ্রকাশিত-
নেই মোর কোন খবর,
আমার শব্দগুলো যদি নজরে কারো পড়ে
শূন্য হৃদয় ভরে যাবে পূর্ণ দ্বারে ।
হয়তো এ পাওয়া মোর নজরের-
দৃষ্টিতে দৃষ্টিগোচর হবে না ,
আমি আমার মাঝে রয়ে যাবো কিছু পাবো না।
লেখনির কার্যে হয়েছে যে গান,
জানি না পাব কিনা তার মান ।
চাইছিনা বলতে মোরে, স্বরণ করো,
আমার কর্ম ধরে রাখো,
এ চেয়ে নেই কোন পাওয়া বড় ।
আমি আমায় কোন উচ্চ আসনে চাইনি ,
আমি কি বলিবো, কি জানাবো -
যদি কেহ তা নাই জানিলো তবেতো সার্থক হবো নি?
আমি কি, কে আমায় রাখে স্বরণ,
স্বপ্ন আমার কি জানি না,
কিবা তবে জীবন ।
জানি তোমরা মনে রাখবে,
জীবন শিখা যখন না থাকবে ।
তবুও মোর দুঃখ নেই-
আমার বাণী শুধা পাবে ছোঁবে,
একাকারে মুগ্ধ হবে সবে ।
আমি তখনা নীরব ঘরে লুকায়ে গর্ব করিবো
আমি পথ চলেছিলাম যে পথে
সেই তীরে লোকের ভীড় হবে
মুক্তির নিশানা হাত নাড়বে।
সাইফূল ইসলাম
ঘাটাইল, টাঙ্গাইল
তারিখ ও সময়:- ২৫/০৭/২০০৫, ০৯-৫৫