মনে মনে বলি তুই যে আমার সাথি
চোখ মেলে তাকিয়ে খুঁজি সেই সব দিনরাতি
একা একা অদূর আলাপের সেই শব্দটা যেন শুনি
নেই কিছু নেই, রয়ে গেছে যা তা
মিশিয়ে দুঃখটা বুনি
কোথায় গেলো সেই প্রিয় মানুষটা, যাকে ভেবেছি
এই জীবনের জীবনটা (২)
ফুল নেই, সারা বাগান খুঁজে একটাও ফুল আমি পাইনি
বিরহী ভরা হৃদয় আমার কাঁটায় ভরে
গেছে তুমি তা দেখনি
কাঁদি না আমি, কেন কাঁদব, কষ্টে ভরা এই মনটা
কোথায় গেলো সেই প্রিয় মানুষটা, যাকে ভেবেছি
এই জীবনের জীবনটা (২)
পর হয়ে গেছো, বহুদূরে জানি তোমার নতুন আবাসন
ভয় পেয়োনা কখনো তোমায় দেখতে যাব
না একটুক্ষণ
ভালোবেসেছিলাম, মনে রাখোনি, তাই ভালো নেই
হৃদয়টা
কোথায় গেলো সেই প্রিয় মানুষটা, যাকে ভেবেছি
এই জীবনের জীবনটা (২)
একটি মন্তব্য পোস্ট করুন