কে যাও তুমি এই মেঘলা সময়ে
আমার নিভে থাকা চেতনাবোধ জাগিয়ে
ধ্যান মগ্নতায় ছিলাম অনেকটা সময়
কী বাতাস লাগালে তুমি এই হৃদয়
ছিন্নভিন্ন এই জীবনে যেন এলো এক নব উদাসী বাওয়া
হারিয়ে গেলাম প্রেমারি আবেশে ফুলকলির হাওয়া(২)
মেঘ সরে গেছে কি? নাকি নব উদ্যমে তার আবার ছড়াছড়ি?
এবার সব উপুড়ে দিবে অগোছালো ধ্বংস কামুড়
আমার নিভে থাকা চেতনাবোধ জাগিয়ে
ধ্যান মগ্নতায় ছিলাম অনেকটা সময়
কী বাতাস লাগালে তুমি এই হৃদয়
ছিন্নভিন্ন এই জীবনে যেন এলো এক নব উদাসী বাওয়া
হারিয়ে গেলাম প্রেমারি আবেশে ফুলকলির হাওয়া(২)
মেঘ সরে গেছে কি? নাকি নব উদ্যমে তার আবার ছড়াছড়ি?
এবার সব উপুড়ে দিবে অগোছালো ধ্বংস কামুড়
না না না এমন তো মনে হচ্ছে না, এ এক স্পর্শের
মায়া
ছিন্নভিন্ন এই জীবনে যেন এলো এক নব উদাসী বাওয়া
ছিন্নভিন্ন এই জীবনে যেন এলো এক নব উদাসী বাওয়া
হারিয়ে গেলাম প্রেমারি আবেশে ফুলকলির
হাওয়া(২)
এক অন্ধকারে কতকাল যেন পড়ে আছি দুরাশায় মজে
পথ পাইনা একটু আলোর দিকে যাবো স্বপ্নের সাথে
কুঞ্জে
জীবনের সাথে জীবন তো মেলেনি, এবার কী প্রেম মায়া
ছিন্নভিন্ন এই জীবনে যেন এলো এক নব উদাসী
বাওয়া
হারিয়ে গেলাম প্রেমারি আবেশে ফুলকলির
হাওয়া(২)
একটি মন্তব্য পোস্ট করুন