কে যাও তুমি এই মেঘলা সময়ে ।। Ke Zau Tumi Ei Meghla Somoye ।। বাংলা গান ।। Bangla Song


কে যাও তুমি এই মেঘলা সময়ে
আমার নিভে থাকা চেতনাবোধ জাগিয়ে
ধ্যান মগ্নতায় ছিলাম অনেকটা সময়
কী বাতাস লাগালে তুমি এই হৃদয়
ছিন্নভিন্ন এই জীবনে যেন এলো এক নব উদাসী বাওয়া
হারিয়ে গেলাম প্রেমারি আবেশে ফুলকলির হাওয়া(২)

মেঘ সরে গেছে কি? নাকি নব উদ্যমে তার আবার ছড়াছড়ি?
এবার সব উপুড়ে দিবে অগোছালো ধ্বংস কামুড়
না না না এমন তো মনে হচ্ছে না, এ এক স্পর্শের মায়া
ছিন্নভিন্ন এই জীবনে যেন এলো এক নব উদাসী বাওয়া
হারিয়ে গেলাম প্রেমারি আবেশে ফুলকলির হাওয়া(২)


এক অন্ধকারে কতকাল যেন পড়ে আছি দুরাশায় মজে
পথ পাইনা একটু আলোর দিকে যাবো স্বপ্নের সাথে কুঞ্জে
 জীবনের সাথে জীবন তো মেলেনি, এবার কী প্রেম মায়া
ছিন্নভিন্ন এই জীবনে যেন এলো এক নব উদাসী বাওয়া
হারিয়ে গেলাম প্রেমারি আবেশে ফুলকলির হাওয়া(২)

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget