বাংলাদেশ ।। Bangladesh ।। বাংলা গীতিকবিতা ।। Bangla Lyricist
কত স্বপ্ন দেখে চলি,
কত কথা গানে বলি;
মাটির সাথে বুক থাকি, ভালোবেসে
মিশে থাকি ;
মুক্ত বাতাসে ওড়ে
পতাকা লাল সবুজের এ দেশ।
বাংলাদেশ সে তো
বাংলাদেশ
রক্তে কেনা বাংলাদেশ
বাংলাদেশ আমার বাংলাদেশ
উঁচু মাথায় রাখি বাংলাদেশ।
গানে সুরের দেশ বলি, মনের
কথা মুখে বলি;
লালন হাসনের গান বাজে, মনটা রয় না কাজে
একতারায় পাগল করা,
বাংলার রুপ তাতে ধরা;
পরাধীনতার কথা জানি,
স্বাধীন দেশটা তো মানি;
মুক্তির সংগ্রাম নয়
মিছে, স্বাধীন দেশে আছি বেঁচে;
মা বোনের ইজ্জতের দাম,
এ দেশটা তো কিনলাম ;
কৃষকের ফসলে শ্যামল,
শ্রমিকের ঘামে ভেজা কপল;
সকাল থেকে রাত খাটে,
দু বেলা দু মুঠো না জোটে;
ভাতে মাছের কাল নেই,
সোনালি দিন গুলি গেল কই ;
শেখ মুজিবের এ দেশ,
শহীদ জিয়ার এ দেশ।
নষ্ট রাজনীতির
বেড়াজাল, শিক্ষানীতিতে শুদ্ধতার অকাল;
অফিস আদালতের কাজ, ঘুস
কারবারিতে পড়ে ভাঁজ ;
রাস্তা ঘাট ভাঙ্গা চুড়া,
যানজটে শহর ভরা;
শ্লোগানের মোরা
মুখরিত, আন্দোলন করি অবিরত;
স্বপ্নটা কী ছিল, এ
দেশটা কী পেলো;
শান্তনা আছে শান্তি
নেই, অশান্তি যে সদাই;
মসজিদের আযান শুনি,
নামাজে পড়িনা শয়তানি;
কোরআন হাদিস পড়া কই, মুক্তি নেই ধ্বংসই;
দুচোখ যায় অন্ধকারে,
আলোটা কাছে রয় পড়ে;
নজরুলের এ দেশ, রবি
ঠাকুরের এ দেশ।
সত্য কাজে কয়জনা, মিথ্যেই তো শান্তনা;
ছুটে চলা পথ ধরে ,
জীবন থামেনা কারো ডরে;
চিকিসার নামে হয়রানি,
কমিশন নিয়ে দৌড়ানি ;
মেধা দিয়ে কী হবে,
চাকরি কেউ না দিবে;
বেকারের কষ্টটা কত, প্রাণ
বায়ু যায় অবিরত;
অনাহারে দিন কাল যায়, কুকুরের
খাবার তাঁরা খায়;
বাটপারি আর লুটতরাজ,
খুন জখম যেন নিত্য কাজ;
মনুষ্যত্ব আর বিশ্বাস,
ফুরিয়ে গেছে তার আভাস ;
প্রেম প্রিতি
ভালোবাসায়, বাঁধা হবে ঘর আছি আশায়;
শহীদ সোহরাওয়ারদির এ
দেশ, জীবনানন্দের এ দেশ।
সাইফুল ইসলাম, তারিখ ও সময় ;- ১৭-০৫-২০১৭,
১৭-০০