ব্যাথা বহি বুকে ।। Betha Bohi Buke ।। Carry a Pain in the Chest ।। বাংলা কবিতা ।। Bangla Poem
আমি তব সনে, মন বাওয়া পল্লবে
সৃজনে গাঁথিনু, অন্তর নিপে দামিনী
কেন ডাকোনি হে, যবে ছিলেম স্বরবে
কাল গেল কাঁদি, না পেলুম সঙ্গবিনী;
ব্যাথা বহি বুকে, না জানে তাহা কুহুকি
অন্ধ সনে থাকি, হেথা যেন মৃত ফোয়া
মজি এইখানে, কেউ নেই যারে ডাকি
দেয়নি আদর, যা মিশে জীবন ছায়া ।
সৃজনে গাঁথিনু, অন্তর নিপে দামিনী
কেন ডাকোনি হে, যবে ছিলেম স্বরবে
কাল গেল কাঁদি, না পেলুম সঙ্গবিনী;
ব্যাথা বহি বুকে, না জানে তাহা কুহুকি
অন্ধ সনে থাকি, হেথা যেন মৃত ফোয়া
মজি এইখানে, কেউ নেই যারে ডাকি
দেয়নি আদর, যা মিশে জীবন ছায়া ।
ভুলি যেন তাহা, কোন কালে যাহা ব্যাথি
দিনু মোরে উহু, রহিনু তা তন্দ্রা ধরে
গাহি সেইতো হে, যবে দিপ্তমুখি সাথী
সুখ চাহি ক্ষণে, ক্লান্তি শুধু পোড়ে মারে;
তুুমি আমি সেই, কতকালে ধরে মরা
নেই ছিল কিনা, কিছু মনটান প্যারা ।
সাইফুল ইসলাম
২-৫-২০১৮, ১১-৩৫ AM