2018



আমি তব সনে, মন বাওয়া পল্লবে
সৃজনে গাঁথিনু, অন্তর নিপে দামিনী 
কেন ডাকোনি হে, যবে ছিলেম স্বরবে
কাল গেল কাঁদি, না পেলুম সঙ্গবিনী;
ব্যাথা বহি বুকে, না জানে তাহা কুহুকি
অন্ধ সনে থাকি, হেথা যেন মৃত ফোয়া
মজি এইখানে, কেউ নেই যারে ডাকি
দেয়নি আদর, যা মিশে জীবন ছায়া ।

ভুলি যেন তাহা, কোন কালে যাহা ব্যাথি
দিনু মোরে উহু, রহিনু তা তন্দ্রা ধরে
গাহি সেইতো হে, যবে দিপ্তমুখি সাথী
সুখ চাহি ক্ষণে, ক্লান্তি শুধু পোড়ে মারে;
তুুমি আমি সেই, কতকালে ধরে মরা
নেই ছিল কিনা, কিছু মনটান প্যারা ।


সাইফুল ইসলাম
২-৫-২০১৮, ১১-৩৫ AM

kobirmon
স্বপ্নরা স্বপ্নেই, চির জাগ্রত আপনে
খেয়াল আবেগি, সুখ দুঃখে একাকী
কানন কুহুকি, দিবারাতি বাঁধা মনে
অনন্ত যামিনী, রক্তকোষ দেয় ফাঁকি
তবে যাই হোক, যেদিন কাল মরণে
কী বলিনে তথা, ভাষাহীন মুখ ঢাকি
মনু নয় যথা, তথাকারে তিনি খুনে
রক্ত মরে পড়ে, কেউ নেই দেখে রাখি

সময়ের সাথে, কেউনা বুঝে সত্যতা
মিথ্যের পেয়ালা, আজি ছুঁড়ে দেই মাঠে
মম মন রুদ্ধ, মুক্তি কোথা নাই ব্যথা
শান্তির পতাকা, মোরে না আপনে ডাকে
আসি না ফিরি তো, বুঝে মন পেছন গীতি
ফুলডোরে মৌন, বাঁধি সেথা রীতিনীতি

সাইফুল ইসলাম
২৯-০৪-২০১৮, ২৩-১৫



ভুলে গেছি তোরে, মনে না রাখার মত
কষ্ট পাই যা তা, খেয়ালি আবেশে আঁকা 
যেভাবে হারাই, সেই তো বুকের ক্ষত
মনে রাখি তাহা, পাঁজরে বেঁধে অরেখা ।
কতদিন আমি, এই পথের পাথারে
ঘুমহীন আছি, সময় কাটাই পার
কেউ নেই কেন, ডাকি শুধু যারে তারে;
স্বপ্ন থাকে জেগে, কুয়াশায় সঙ্গ তার ।


মুছে ফেলি তারে, তার কায়া ফুলমুখি
ঝেড়ে ফেলি কান্না, যাতে ছিল আবেগিরা
ধুয়ে রাখি সব, সেইতো যাহা অসুখি-
আপনার মত, ব্যর্থতাই হোক গড়া ।
ঘরে থাক মন, জীবনধারা নিজেতে
সত্য বুকে বাঁধি, মিথ্যের দড়ি কূপেতে ।



সাইফুল ইসলাম
২১-০৪-২০১৮, ১৭-০০



sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget