আমি তব সনে, মন বাওয়া পল্লবে
সৃজনে গাঁথিনু, অন্তর নিপে দামিনী
কেন ডাকোনি হে, যবে ছিলেম স্বরবে
কাল গেল কাঁদি, না পেলুম সঙ্গবিনী;
ব্যাথা বহি বুকে, না জানে তাহা কুহুকি
অন্ধ সনে থাকি, হেথা যেন মৃত ফোয়া
মজি এইখানে, কেউ নেই যারে ডাকি
দেয়নি আদর, যা মিশে জীবন ছায়া ।
সৃজনে গাঁথিনু, অন্তর নিপে দামিনী
কেন ডাকোনি হে, যবে ছিলেম স্বরবে
কাল গেল কাঁদি, না পেলুম সঙ্গবিনী;
ব্যাথা বহি বুকে, না জানে তাহা কুহুকি
অন্ধ সনে থাকি, হেথা যেন মৃত ফোয়া
মজি এইখানে, কেউ নেই যারে ডাকি
দেয়নি আদর, যা মিশে জীবন ছায়া ।
ভুলি যেন তাহা, কোন কালে যাহা ব্যাথি
দিনু মোরে উহু, রহিনু তা তন্দ্রা ধরে
গাহি সেইতো হে, যবে দিপ্তমুখি সাথী
সুখ চাহি ক্ষণে, ক্লান্তি শুধু পোড়ে মারে;
তুুমি আমি সেই, কতকালে ধরে মরা
নেই ছিল কিনা, কিছু মনটান প্যারা ।
সাইফুল ইসলাম
২-৫-২০১৮, ১১-৩৫ AM
একটি মন্তব্য পোস্ট করুন