আগস্ট 2019


যারে দেখি মন বলে, দেখেছি তো তারে যেন পূবালে  
অনেক চেনা আদলে তা রাখা আছে,
কিছু কথার আংশিক পিছে
মন ভুলে, মন চলে, অন্যের সাথে
কিছু চেতনা মানসিক চিহ্নিতের পথে

যারে ভাবি তাতে মিছে ফিরি,
তুই তো আমাতে সেই রকমই আছিস ধরি
 



আয় এখানে যেখানে খুঁজি, না খুঁজে পাবার মুহূর্ত,
চৌধারে দেখা অস্পষ্ট রেখা, যেখানে মন ছোঁয়া আবর্ত
প্রেমারি যদি, তবে কেন বেদনায় থাকি,
অসহ্য লাগে বুঝিনি আগে, তোরে কেন ডাকি

যা যা তুই চলে, ভুল করে মন ভরি

যুদ্ধ হয়তো করি, মনের সাথে, তাতো নিছক নয় কী আশা ?
এই শহরে থাকা তার ছায়ায় খুঁজে ফিরি দিশা
তোরজোর ভেঙ্গে মনকে বুঝাই, সে কী আছে পিছনে ?
মিছে, কিছু নাই ছায়া কায়া মোর জীবনে

রুদ্ধ দরজায় করাঘাতে আহত হৃদয় বলি সরি


সাইফুল ইসলাম
০৪-০৮-২০১৯, ১৪-৩০

দেখলাম তারে কেন, দেখিছি আজ যা
ভাবিনি এতোটা, মায়াপুরির মায়া তা
শুধু দেখি, লুকোচুরি, মন যেন অজানা
ঘুরেফিরে এখানেই, সেখানেই তার দেনা ।
চোখ সরে, মন সরে, ফিরে দেখি পলকে
দেখি দেখা, প্রিয় কেউ, ডাকিছে আমাকে
কি ভাবি কিছু তো, বুঝে কিছু পাই না
পাশে বসা, দূরে নয়, মনে ছিল চেতনা ।

বারে বারে ভাবি তো, বলি মনে না বলা
আরালেই থাকে তাহা, মনে রয় ধ্যান লীলা
কী দেখি তোর মাঝে, অন্যত্র দেখিনা
ভাবা তুই, জ্বালা তূই, আয় সখা দুজনা ।
সাইফুল ইসলাম
১৮-০৭-২০১৯

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget