2019


যারে দেখি মন বলে, দেখেছি তো তারে যেন পূবালে  
অনেক চেনা আদলে তা রাখা আছে,
কিছু কথার আংশিক পিছে
মন ভুলে, মন চলে, অন্যের সাথে
কিছু চেতনা মানসিক চিহ্নিতের পথে

যারে ভাবি তাতে মিছে ফিরি,
তুই তো আমাতে সেই রকমই আছিস ধরি
 



আয় এখানে যেখানে খুঁজি, না খুঁজে পাবার মুহূর্ত,
চৌধারে দেখা অস্পষ্ট রেখা, যেখানে মন ছোঁয়া আবর্ত
প্রেমারি যদি, তবে কেন বেদনায় থাকি,
অসহ্য লাগে বুঝিনি আগে, তোরে কেন ডাকি

যা যা তুই চলে, ভুল করে মন ভরি

যুদ্ধ হয়তো করি, মনের সাথে, তাতো নিছক নয় কী আশা ?
এই শহরে থাকা তার ছায়ায় খুঁজে ফিরি দিশা
তোরজোর ভেঙ্গে মনকে বুঝাই, সে কী আছে পিছনে ?
মিছে, কিছু নাই ছায়া কায়া মোর জীবনে

রুদ্ধ দরজায় করাঘাতে আহত হৃদয় বলি সরি


সাইফুল ইসলাম
০৪-০৮-২০১৯, ১৪-৩০

দেখলাম তারে কেন, দেখিছি আজ যা
ভাবিনি এতোটা, মায়াপুরির মায়া তা
শুধু দেখি, লুকোচুরি, মন যেন অজানা
ঘুরেফিরে এখানেই, সেখানেই তার দেনা ।
চোখ সরে, মন সরে, ফিরে দেখি পলকে
দেখি দেখা, প্রিয় কেউ, ডাকিছে আমাকে
কি ভাবি কিছু তো, বুঝে কিছু পাই না
পাশে বসা, দূরে নয়, মনে ছিল চেতনা ।

বারে বারে ভাবি তো, বলি মনে না বলা
আরালেই থাকে তাহা, মনে রয় ধ্যান লীলা
কী দেখি তোর মাঝে, অন্যত্র দেখিনা
ভাবা তুই, জ্বালা তূই, আয় সখা দুজনা ।
সাইফুল ইসলাম
১৮-০৭-২০১৯

যাহার আছে কেহ, যদিও নেই নিজে-
তবু তার সবই আছে সহযোগি দ্বার খোঁলে,
আমার আছে ধন, কিন্তু
ব্যবহার করার সামর্থ নেই,
তাইতো আজ আমি অপ্রকাশিত-
নেই মোর কোন খবর,
আমার শব্দগুলো যদি নজরে কারো পড়ে
শূন্য হৃদয় ভরে যাবে পূর্ণ দ্বারে

হয়তো পাওয়া মোর নজরের-
দৃষ্টিতে দৃষ্টিগোচর হবে না ,
আমি আমার মাঝে রয়ে যাবো কিছু পাবো না।
লেখনির কার্যে হয়েছে যে গান,
জানি না পাব কিনা তার মান

চাইছিনা বলতে মোরে, স্বরণ করো,
আমার কর্ম ধরে রাখো,
চেয়ে নেই কোন পাওয়া বড়
আমি আমায় কোন উচ্চ আসনে চাইনি ,
আমি কি বলিবো, কি জানাবো -
যদি কেহ তা নাই জানিলো তবেতো সার্থক হবো নি?
আমি কি, কে আমায় রাখে স্বরণ,
স্বপ্ন আমার কি জানি না, কিবা তবে জীবন

জানি তোমরা মনে রাখবে,
জীবন শিখা যখন না থাকবে
তবুও মোর দুঃখ নেই-
আমার বাণী শুধা পাবে ছোঁবে,
একাকারে মুগ্ধ হবে সবে

আমি তখনা নীরব ঘরে লুকায়ে গর্ব করিবো
আমি পথ চলেছিলাম যে পথে
সেই তীরে লোকের ভীড় হবে
মুক্তির নিশানা হাত নাড়বে।


সাইফূল ইসলাম
ঘাটাইল, টাঙ্গাইল
তারিখ সময়:- ২৫/০৭/২০০৫,    ০৯-৫৫

পথিক চলেছে একা, পথে সবই তার অজানা,
দিশা দিবে কে, সে আপনা জানেনা।
নব শিশু আসে ঘরে সেথায় বসবাস,
তাতেই শিখে জীবন চলা সংগ্রামী অভিলাষ।
পাবে সে যাহা এই সংসারে
সেই নীতি বাঁচাবে তাহারে কবর অন্ধকারে।
হয় যদি বাবা মা যাযাবর,
 সন্তানও তাই হবে, হবে জন্মপর।

ধর্ম মানে কি ? শিখাতে হবে তারে,
সেই আদর্শে বড় হবে জন্ম জন্মান্তরে।
ইসলাম ধর্ম শান্তির ছায়া সুখ প্রবাহ বহে,
তাহার শুধা যে পান করে তার হৃদয়ে তাহা রহে,
ডাকবে তোমায় হাতছানিতে আগে পিছে ডানে বাম,
সত্যি কোনটা যাচাই করো কঠিন পরিণাম।

বিশ্বালয়ে যে রাখিলো ক্ষুধায় দিল খাবার,
তিনি মোদের সৃষ্টিকর্তা স্বরণ বারেবার।
ভুলে যেওনা মাটি থেকে করিলো সৃষ্টি মানব,
সেই তাহাতে জীবন দিল আরও দিল জব।
অনেক তাহার কার্য নাম আল্লাহ্ তার প্রধান,
দমে দমে ডাকো তারে দিবে প্রতিদান।

তিনি মোদের স্রষ্টা বিধি তিনি রিজিকদাতা,
তার মহিমায় বিশ্ব ললাট ভরাবে সজীবতা।
করো ইবাদত তাহার তরে দলিল হল কোরআন,
রাসূল(সাঃ) নামের আদর্শে রয়েছে সম্মান।
কোরআন আর হাদীস মিলে হল ইসলাম ধর্ম,
যে হারালো অনন্তকাল বুঝিলোনা তার মর্ম।
মানতে হবে মেনে নাও নয়তো সবই হারাও,
অনন্তকাল যেথায় রবে সেথায় কি কাঁদতে চাও?
বিপথে চলিছো তুমি বাধা দেবার নাই,
কোরআন হাদিস আসল পথ খোঁজে দেখ সবাই।

যত ধর্ম আগে পিছে সবই একটি অংশ,
ইসলাম ধর্মে পূর্ণ রুপ তারই হও বংশ।
পথের দিশায় দিল কত নবী রাসূল(সাঃ) মোদের,
যে জন মানে তাদের কথা সফল হল তাদের।
জন্মের পর সন্তানকে শিখাও হাদিস কোরআন,
পরজনমে থাকবে সুখে পাইবে সম্মান।
গ্রহ করো যদি কখনো  ইসলাম যেখানে নাই,
ভেবে নিও ধ্বংস তোমার রক্ষা কভু নাই।

কথা বল আর কাজ করো যখন যেখানে,
সবই বিধাতা, লুকাবে কোন বনে ?
ব্যবসা করো হালাল ভাবে ভেজাল কেন দাও,
জান্নাত দোযক কোথায় যাবে কোন পথটি চাও ?
স্রষ্টার ইচ্ছায় সৃষ্টি আপনা এমনি আসনি,
তাহার দ্বীন না মেনে কভু রক্ষা আছে নি?
দিশার লাগী হাদিস কোরআন, তাতো বুঝনি,
দহন কত জ্বালার হয় ভেবে দেখনি।
ভেবে দেখ মন মানব জাতি,
কোনটি তোমার জীবন ধর্ম কোনটি তোমার সাথী।

অবহেলার নয় ছোট্ট জীবন,
রিক্ত হস্তে যেওনা তুমি, হয়না যেন মরণ।
ইহা শেষ ছিল প্রথম, অন্যসব মিছে,
সত্যের পথ আকঁড়ে ধর, মুক্তি আপনার আছে।

সাইফুল ইসলাম
ঘাটাইল, টাঙ্গাইল
তারিখ সময়:- ২৪/০৭/২০০৫,  ২০-৩৫

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget