স্বপ্নের যাত্রী ।। Shopner Zatri ।। The Dream Passenger ।। বাংলা কবিতা ।। Bangla Poem
খেয়াল আবেগি, সুখ দুঃখে একাকী
কানন কুহুকি, দিবারাতি বাঁধা মনে
অনন্ত যামিনী, রক্তকোষ দেয় ফাঁকি
তবে যাই হোক, যেদিন কাল মরণে
কী বলিনে তথা, ভাষাহীন মুখ ঢাকি
মনু নয় যথা, তথাকারে তিনি খুনে
রক্ত মরে পড়ে, কেউ নেই দেখে রাখি
সময়ের সাথে, কেউনা বুঝে সত্যতা
মিথ্যের পেয়ালা, আজি ছুঁড়ে দেই মাঠে
মম মন রুদ্ধ, মুক্তি কোথা নাই ব্যথা
শান্তির পতাকা, মোরে না আপনে ডাকে
আসি না ফিরি তো, বুঝে মন পেছন গীতি
ফুলডোরে মৌন, বাঁধি সেথা রীতিনীতি
সাইফুল ইসলাম
২৯-০৪-২০১৮, ২৩-১৫