সেপ্টেম্বর 2017

কবিওকবিতা
দেওয়ার পরে চাওয়ার মাঝে স্বার্থকতা নেই
বরং তাহা থাকে ত্যাগের মাঝে,
সৃষ্টি পথ বেয়ে ঝুলে থাকে
ললাটে থাকলে কেউ না ফেরাতে পারে।

আমার ভালবাসা দৃশ্যায়মান কিছু চায়নি
তবুও সুখের বাসর জলাঞ্জলি দিয়ে-
বেদনার নৌকায় পাল তুলেছি।
আমি সুখগুলো দু-হাতে উড়িয়ে-
দুঃখের সাথে মিতালী করি,
আমি ভালবাসা পাওয়ার জন্য-
আগুনের পথ পেরিয়ে যাই,
কিন্তু পোড়াতে চাইনা।

ভোরে উঠে বকুল ফুলের মালা গাঁথি
ফুল দানিতে তাহা রেখে দেই-
অপেক্ষায় বেলা পেরিয়ে যায়,
ফুলের পাঁপড়িগুলো শুকিয়ে যায়
কন্যার আগমন তবুও হয় না।
আমার কোন অভিমান নেই,
নয়তো তাহার কাছে জবাব চাইতাম
মুছে নিতাম বিরহ প্রেমের ছোঁয়া,
প্রেম থাকুক প্রেমের জায়গায়
দুঃখ পাবো তবুও না প্রকাশ করিবো
আমার পাওনা আমার প্রাপ্প
কেউনা তাহার স্পর্শে আসুক।
আমি কাগজের নৌকার মত-
নদীর জলে ভেসে যাবো,
তবুও না কাউকে সাথে নিবো
ভালবাসা আমায় কি দিল ?
আমি তাহার খবর রাখিনা,
বরং ভালবাসা পাওয়ার জন্য-
কি করিলাম, কি করিবো তাই প্রধান।
ভালবাসার জন্য প্রিয়ার চোখের-
জল পড়িলো কিনা? তাহা দেখিবো না,
আমার হৃদয়ে তাহার জন্য-
কি পরিমান ভালবাসা আছে
তাহার বিশালতা উচ্চ দ্বারে নিবো।
আমি আমার তালে প্রেমের-
সাগরে হাবুডুবুতে ব্যাস্ত,
তোমাকে নিয়ে ভাবতে থাকি
মনে হয় তুমি কাছে আছো,
অথচ সবই কাল্পনিক
তাতে কিবা হবে ক্ষতি ?
লাভের হিসেবে কভু প্রেম হয়না
তাহা অজানা পথের মাঝে-
খোঁজে নিতে হয়।
                                তারিখ ও সময়:- ৩০-০৩-২০০৬,   ১৮/৪০


কবিওকবিতা
    ছিন্ন পাতা তরুর ঢালে লাগালে, 
তাহা কেউ কাউকে আপন করে নেয়না,
যদিও বিচ্ছেদ পূর্বে তাহারা ছিল-
স্পর্শক একই অঙ্গে মাখা।
কোন এক ঝড়ে তাহারা উভয়-
উভয়কে হারিয়ে পথের ময়লা।
আমি কোন ঝড়ের আভাস পাইনি,
দেখিনি দখিনের জানালা মেলিয়া-
কোথাও কোন কুয়াশার চাদর,
তবুও আমার ঘরের দরজা ভেঙে গেছে
হারিয়ে গেছে দেহের অঙ্গ।
আমার নয়ন খানি অনলে গড়া
যে পানে চাহিয়া থাকে,
তাহার উপর বজ্রপাত লাগে
ধ্বংস হয়ে যায় সেই মহনা।
ভ্রমর যায় ফুলের কাছে
কাঙ্খিত পাওয়ার টানে,
ফিরে আসে স্বার্থক ভাবে।
আমার রজনী পোহালো
তবুও পথের দিশা অজানা
আমার ছায়া যেখানে পড়ে
সেই আঙ্গিনায় জলোস্রোতের মত-
নোঙ্গরের টানে বিলিন হয়ে যায়।
কেউ আমায় বুঝেনা
তাইতো জীবনের ভেলা নীল
আগুনে পোড়ে ছাড়খাড়।
                              তারিখ ও সময়:- ৩০-০৩-২০০৬,  ১৬/৩৫

কবিওকবিতা
বৃষ্টির সাথে আমি খেলায় মেতেছি,
মেঘলা আকাশে আমি নজর রেখেছি,
শীতের কূয়াশায় আমার দেহ-
শীতল পরশে বারেবার ভিজিয়েছি,
চৈতালী প্রবাহে আমি ভেসে গিয়েছি,
বসন্তের বাসরিতে ফুলমেলা অরণ্যে-
আমি সুভাস ছুঁয়েছি।
কিন্তু সবই যেন কেমন অর্ধাঙ্গীনি,
পূর্ণতায় পাওয়া যায়না ।
হৃদয় কি চায় কোথায় যায় ?
কাহার চাওয়া পাওয়া বুঝে ?
অচিন গাঁয়ে যে নারীর দেখা-
আমি চোখের দেখায় দেখেছিলাম,
যাহারে আমি ফুল সজ্জার মাঝে
ভালবাসার স্বপ্ন দেখিয়েছিলাম
তাহার মাঝে জীবনের সবই ছিল
আমায় দিতে সে কাপূর্ণ করেনি,
তাহার কালো নয়ন তারা-
আমায় আধাঁরে আলো দেখায়।
আমি জোছনা রাতে মাঠের পড়ে-
যেখানে সীমান্ত ঠেকেছে-
আমি সেই অবস্থানে ছুটে যাই,
দেখিবারে তাহার মায়া ভরা মুখ।
ঐ লাজুক লতা দোলনচাঁপা নয়নের-
চাহনি আমায় উড়িয়ে নিয়ে যায়,
বিহঙ্গো পাখির ডানার মত-
মেঘলা আকাশের মাঝে তুলনায়।
তাহার রুপ চন্দ্রের মত উড়ে,
নেই তাহাতে এক বিন্দু কলংকের দাগ,
থুঁতনির নিচে আমি ছুঁয়ে গেলে
সে হাসি বাক্স খোঁলে দিত,
তাহার হাসিতে বেলীফুলের পাপড়ি গুলো-
নিম্নমুখী নত হয়ে যেত।
তাহারে অনেকেই দেখেছে
কিন্তু কেউ বুঝিতে পারেনি
ছুঁতে পারেনি প্রেমের বিশাল ডানা।
তাহার ভালবাসা, অপেক্ষায় থাকা-
বিপরীত অঙ্গের দেখা আমাতে পেয়েছে,
তাইতো সে ছুটে আসিতো বারেবার
মানেনি কোন বাধার দেয়াল
বলিতে কথা কিছুক্ষণ নজরে রেখে নজর।
আমি জানতাম তাহার ফুলের সুভাস-
এক জীবনে শেষ হবার নয়,
আমি তাহারে ধরতে পারিনি
রাখিতে পারিনি হৃদয় সত্তা।
আমি আমার টানে উল্টো-
পথে ফিরে এসেছি,
তাহার প্রেমের কাঁচ আমি চুরমার করেছি,
যেখানে উভয় উভয়কে দেখিতাম।

শেষ দেখাটা রিক্সায় হয়েছিল,
সে আমার আগুয়ানকে জাগিয়েছে,
তার মহিমা তারে পোড়ে মারিবে
আমি কিছু করিতে পারিবোনা,
আমাকে সে ভুল ভাবেনি
কিন্তু জানতোনা কি হবে অবশেষে।
                                                 তারিখ ও সময়:- ২৯-০৩-২০০৬,  ১৪/১৫

কবিওকবিতা
কখনো ভেবে দেখিনি আমি,
 কোথায় সেই সীমান্ত পথ
যেখায় বসিয়া আছে আমার নীল নয়না, 
আর কাঁদছে মারিয়ে বিরহ রথ।

তুমি কোথায়? কোন ভাঙা বসতে
আসন বেঁধে রহিছো বসে ?
আমায় ডাকো হাত ইশারায়
বাঁধো তোমার মন কুঞ্জ স্পর্শে।

আমি দেখিনা চাহিয়া এ ভুবন,
কিবা আছে তাহায় কিশের বন্ধন ?
আমি মগ্ন চেতনার আভাসে
অপেক্ষায় প্রহর গুনিতে ব্যাস্ত ।

তাহার ফাগুনের আশায় আশায়
আমার জীবনে সর্বদাই বর্ষার
অকূলান যন্ত্রনা আবদ্ধ,
তুমি এসো দেখো চাহিয়া দৃষ্টিতে
কি সাগরের স্রোত বহমানে গতিমান।

তোমার আউলা চুলের দখিনা বাতাস
আমার অঙ্গে মেখে দাও,
আমি মুছিতে চাই দুঃখগুলো।

আমি তোমায় প্রতিদিন সকালে
একটি মৌনতা মাখা ফুল দিব,
নয়তো ফুলের বাগান দিব,
যেখানে তুমি সৌরভে ঘুমাবে
আমি হবো তোমার প্রেমের বনমালী।

                                 তারিখ ও সময়:- ২৯-০৩-২০০৬,  ১৪/১৫

 

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget