একলা । Ekla । The Lonely । বাংলা কবিতা
একলা আমি একলা তুমি একলা আপন পর;
একলা জীবন একলা থাকে ফেলে সকল ঘর।
এরই মাঝে গড়া হয় কষ্ট করি কত-
সুখ পিয়াসি আশে তাহা ঝগড়া করি যত;
বুঝেনা মন কতদূর যে এই সুখ পিয়াসি জীবন
একলা জীবন ফুরিয়ে গেলে তার নাম হয় মরণ।
একলা ঘুমে একলা জাগা এক সেকেন্ডও নয় কাল
তার জন্য কত ভাবি দুচোখ বুজলে বিফল,
একলা হাসি একলা কাঁদি একলা দেখা মন
দুঃখ গুলো একলা থাকে কেউ না আপনজন।
ভোরের দুঃখ বিকেল হলে দুঃখে কাঁদে রাত
রক্তটানে নিঃশ্বাস কাঁদে রাতটা হয় প্রভাত।
একলা পিছে একলা আগে সবদিকে একলা
আসছি একলা যাবো একলা চমকিত মন বুঝলা ?
লেখক
সাইফুল ইসলাম
১৩-০৩-২০১৭ ১৯-৩০
একলা জীবন একলা থাকে ফেলে সকল ঘর।
এরই মাঝে গড়া হয় কষ্ট করি কত-
সুখ পিয়াসি আশে তাহা ঝগড়া করি যত;
বুঝেনা মন কতদূর যে এই সুখ পিয়াসি জীবন
একলা জীবন ফুরিয়ে গেলে তার নাম হয় মরণ।
একলা ঘুমে একলা জাগা এক সেকেন্ডও নয় কাল
তার জন্য কত ভাবি দুচোখ বুজলে বিফল,
একলা হাসি একলা কাঁদি একলা দেখা মন
দুঃখ গুলো একলা থাকে কেউ না আপনজন।
ভোরের দুঃখ বিকেল হলে দুঃখে কাঁদে রাত
রক্তটানে নিঃশ্বাস কাঁদে রাতটা হয় প্রভাত।
একলা পিছে একলা আগে সবদিকে একলা
আসছি একলা যাবো একলা চমকিত মন বুঝলা ?
লেখক
সাইফুল ইসলাম
১৩-০৩-২০১৭ ১৯-৩০