মার্চ 2017

ekla kobita
একলা আমি একলা তুমি একলা আপন পর;
একলা জীবন একলা থাকে ফেলে সকল ঘর।
এরই মাঝে গড়া হয় কষ্ট করি কত-
সুখ পিয়াসি আশে তাহা ঝগড়া করি যত;
বুঝেনা মন কতদূর যে এই সুখ পিয়াসি জীবন
একলা জীবন ফুরিয়ে গেলে তার নাম হয় মরণ।
একলা ঘুমে একলা জাগা এক সেকেন্ডও নয় কাল
তার জন্য কত ভাবি দুচোখ বুজলে বিফল,
একলা হাসি একলা কাঁদি একলা দেখা মন
দুঃখ গুলো একলা থাকে কেউ না আপনজন।
ভোরের দুঃখ বিকেল হলে দুঃখে কাঁদে রাত
রক্তটানে নিঃশ্বাস কাঁদে রাতটা হয় প্রভাত।
একলা পিছে একলা আগে সবদিকে একলা
আসছি একলা যাবো একলা চমকিত মন বুঝলা ?
লেখক
সাইফুল ইসলাম
১৩-০৩-২০১৭  ১৯-৩০

ভাবি প্রভু তব নিপা অহর বন্দনা,
হেথা কাল ধরে জাগিনু মম জীবনা;
এই আপনা শুধু তোমা, নয় অন্যত্র
জনম ধরে আছি তাই যামিনী অছত্র।
ফুল তরি বাঁধি ঘর, খেলাঘর তাহা,
রং মাখি সং খেলি হুতাশন যাহা;
বিবেক পায় না অলুপে, হৃদে ব্যাদন,
মরণ সেতো ভুলি কালে, মজি মিথ্যে পণ।

এ মোর শান্তনা, মোর তরে দেখা পথ
এসো কাছে নিয়ে যাও মোর মন রথ।
বিজলি যেথা, যাবো হেথা, ছুঁয়ে পাই না-
পাই যাহা অরুপ তাহা মরণ ঘৃনা।
দাও আমা নেই যাহা, বুঝি আজি সব
প্রভুর তরে নিজ সঁপি, ডাকি তব রব।
 
সাইফুল ইসলাম
ঘাটাইল, টাঙ্গাইল
তারিখ ও সময়:- ১১-০৩-২০১৭,  ১৮-৩০

তুমি কত সুন্দর
আমি রাখিনি নজর এই শস্য শ্যামল-
ফসল ভরা মাঠের পানে,
যেখানে লূকিয়ে আছে হাজারে হাজার-
কবির কবিতায় লেখা চয়ণ,
যার বাতাসে দেহ শীতল হয়
যে মাটির স্পর্শে অঙ্গ মধুময়,
ভোর বিহানে পাখপাখালি কলকাকলি।
আমি আমার সুরে মাটির গান গাইনি
আমি যাহার গান গেয়েছি
যাহার অঙ্গ মাখা ভেলায়
আমি পাল তুলেছি,
সে এক মানসী,
তাহার দু-চোখের চাহনি আমায়-
নীল গগণের দেশে টেনে নেয়
তবুও আমি তাহার পানে তাঁকিয়ে থাকি,
দেখি দু-নয়ন মেলিয়া
যাহা আজ অবধি দেখা হয়নি,
মনের মাঝে কল্পনায় জাগেনি।
বিধাতা কি রুপের রুপকারে-
তাহারে দিয়াছেন গঠন
আমি স্রষ্টাকে করি স্বরণ,
তাহার সৃষ্টির মহিমার উল্লাসে
সুনিপূণ কারুকাজের দানে
তাহার টানা দু-চোখের চাহনি
যেন চন্দ্রা মালতী বকুল ফুলের-
মৌনতায় ভরা।
আমি কাজের সন্দানে দূরে যাই
তবুও ক্ষণিক পরে আসি ফিরে-
তাহার টানে, তাহার এলোকেশের গন্ধে,
আমার মন বেলী ফুলকে ভুলে যায়
হারিয়ে ফেলি চেনা জানা পথ
সবই হয়ে যায় এলোমেলো।
এসো কন্যা কিছূ কথা বলো
আমার পানে এক নজর চাহিয়া
তোমার সত্ম হসত্ম মোর হসেত্ম রাখো।
আমি জীবনের ক্লানত্ম মুছে নিব
সবুজ শ্যামলের মত রাঙিবো আমায়-
তোমার স্নিগ্ধতার অরণ্যে।
যদি আমায় কাছে টানো
আমি চাহিনা কিছু এ ভূবনে
তোমাতে মোর অঙ্গ রাখিবার লাগী-
ক্ষণিকের ভুবনে জায়গা দিও।
 তারিখ ও সময়:- ২৬-০৯-২০০৫

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget