আমার একটা ছোট বাবা আছে বুকের ভিতরে
আমার একটা শিশু বাজান আছে মনের মাজারে,
সে যখন কাঁদে আমি কাঁদি, যখন হাসে আমি হাসি,
তাহার ভালো থাকায় আমার জগত ভালো রে,
আমার সোনার মানিক ভালো থাকুক দোয়া করি রে;
আমার চোখের তাঁরা সুস্থ থাকার আশা করি রে ।

বাবা বলে ডাকি যখন, পেছন ফিরে তাকায় তখন;
বাজান বলে ডাকি যখন, এদিক সেদিক নজর তখন;
সামনে যাই হাত বাড়িয়ে, দেয় বাবা হাত এগিয়ে
আসে আমার কোলে;
বুকে নিয়ে চেপে ধরি প্রাণটা জুড়ায় রে।

খেতে বসলে একটু খায়,  হামাগুড়ি দিয়ে দৌড়ায়;
উঁকি দিয়ে ডাকি যদি, খেতে ছিল তা ভুলে যায়;
হাত ধরে কোলে উঠবে, গায়ে মুখের খাবার মুছবে
বা বা বা বা বলে;
দুই গালে তার চুমো দেই বাজান ডাকি রে।

ঘুমের ঘরে কেঁদে উঠে, থাকলে আমি রাখি বুকে;
একটু পড়ে আবার ঘুমায়, আদর করি হাতটা রেখে;
বাজান সারা ঘরটা জাগায়, ঘরটা দোলে সুখের নেশায়
 চোখের মনি জ্বলে;
বড় হবে আমার বাজান সত্য অন্তরে।