সেই যে চলে গেলে কবে ।। Sei Je Chole Gele kobe ।। বাংলা গান ।। Bangla Song
সেই যে চলে গেলে কবে, ভুলে গেছো,
যা ভুলে থাকা হল না,
মনে যে দাগা দিলে কবে, পিছু ফেলে,
সেই আলো বাতাসে, দুর্দশা ব্যাথি,
আমার মনে বাজে সদাক্ষণ,
বয়ে যাই পোড়ে হৃদয়, বিজনো বেলায়,
কোথায় গেলে ওগো মোর রমণ।
হয়না না তারে ছাড়া, কিছু কেবা ভাবিবার,
আশা মনে কথাকলি যাতনা ।
একা চলি জীবনের, সবটুকু পাওয়া নিয়ে ব্যাদনায়,
পথের দেখা সেই কবে হারানো ইতিহাসে-
খেলি তবু মিছে ভরসায় ।
তোমার আমার এই পেছনের কিছুকালে
কী ছিল আর কী ছিল না ।
সাইফুল ইসলাম
২৬-০৩-২০১৯, ১১-০০